
চীনা আ্যাম্বাসির সহযোগিতায় মিঠাপুকুরে জামায়াতের কম্বল বিতরণ
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর অঞ্চলে তীব্র কুয়াশার প্রভাব ফেলেছে। প্রতি বছর শীত মৌশুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে থাকেন। প্রতি বছরের ন্যায় উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থিত চীনা আ্যাম্বাসির সহযোগিতায় মিঠাপুকুর উপজেলায় জামায়াত কর্তৃক কম্বল বিতরণ কার্যক্রম আলফারুক মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমীর ও সাবেক মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন,জামায়াত জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ও জামায়াত উপজেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম,জামায়াত দূর্গাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস ছালাম খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।