7:59 pm, Sunday, 27 April 2025

পাটগ্রামে ভুয়া সনদে ছাত্রলীগ কর্মীর চাকরি! বেতন তুলছেন ১ বছর ধরে…

  • Reporter Name
  • Update Time : 08:50:14 pm, Saturday, 1 February 2025
  • 37 Time View

পাটগ্রামে ভুয়া সনদে ছাত্রলীগ কর্মীর চাকরি! বেতন তুলছেন ১ বছর ধরে…

 আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে কম্পিউটার ল্যাব অপারেটর আসাদুজ্জামান এর বিরুদ্ধে। 

 খোজখবর নিয়ে জানা গেছে, অভিযুক্ত ওয়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকির পুত্র ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামন গত ২৮/০৭/২০২২ সালে আওয়ামীলীগ সরকারের আমলে চাকরি নেন ধবলসতী উচ্চ বিদ্যালয়ে এবং ০১/০১/২০২৪ সালে বেতন ভুক্ত হন। 

আব্দুল বাকি সাবেক সংসদ মোতাহার হোসেনের ঘনিষ্ট হওয়ায় এবং অভিযুক্ত আসাদুজ্জামান নিজে সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হওয়ায় ক্ষমতা দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরি বাগিয়ে নেন। নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা না থাকায় এক সেচ্ছাসেবকলীগ নেতার সহায়তায় মোটা অংকের টাকার বিনিময়ে  কম্পিউটার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং (আবশ্যক) জাল সনদ ম্যানেজ করে এমপিওভূক্ত হন। নীতিমালা অনুযায়ী কম্পিউটার ল্যাব অপারেটরের পদে  যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও কম্পিউটার আবশ্যক বিষয়সহ এইচএসসি  অথবা এসএসসি ও কম্পিউটারে চার বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

সরজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আসাদুজ্জামান ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০০৮ সালে পাটগ্রাম বিএম কলেজ থেকে এইচএসসসি পাস করেন। এরপর এমপিওভূক্তির ক্ষেত্রে তিনি ২০১৬ সালের কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি সনদ ব্যবহার করেন। যার রোল নং-৬৬৫০৬৮ এবং রেজিঃ নং-৬৮৪৪৫২ সেশন ২০১২-১৩। কিন্ত অনলাইনে সার্স দিয়ে এই সনদের কোন অস্তিত্ব মেলেনি। অভিযুক্তকে কোন কলেজ থেকে পাস করেছে এবং রেজাল্ট কি ব্জিজ্ঞাসা করা হলে তিনি বলতে পারেন নি।

এই বিষয়ে ধবলসতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা নিয়োগ সকল বিধি মেনে নিয়োগ দিয়েছি, নিয়োগের সময় সনদ অনলাইনে যাচাই করেছি কিন্ত বর্তমানে কেন অনলাইনে শো করছে না তা জানি না। আসাদুজ্জামানের কম্পিউটার ডিপ্লোমা কোসের এডমিট ও রেজিষ্ট্রেশন দেখতে চাইলে বেশ কয়েকদিন সময় নিয়েও তা দেখাতে পারে নি।

উক্ত নিয়োগ কমিটির সদস্য ছিলেন ৭ জন। নিয়োগ কমিটির প্রধান ছিলেন তৎকালীন ধবলসতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম; গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পাটগ্রাম ; আব্দুল জব্বার বসুনিয়া, প্রধান শিক্ষক পাটগ্রাম হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়; লতিফুল রেজ্জাক, সদস্য ম্যনেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; তবিবর রহমান, সদস্য ম্যানেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; মো: রোকনুজ্জামান আইসিটি শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয় ও তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয়। 

নিয়োগ বিষয়ে তৎকালীন সভাপতি আলহাজ্ব রবিউল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগের সবকিছু করেছে শিক্ষা অফিসার আপনি ওনাকে জিজ্ঞেস করেন। নিয়োগের ব্যপারে অর্থনৈতিক লেনদেনের কথা জিজ্ঞেস করলে তিনি কিছু না বলে ফোন কেটে দেন।

বর্তমানে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অন্যত্র বদলি হওয়ায় এবং পাটগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্ব থাকা আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত না থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রি সম্মাননা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

পাটগ্রামে ভুয়া সনদে ছাত্রলীগ কর্মীর চাকরি! বেতন তুলছেন ১ বছর ধরে…

Update Time : 08:50:14 pm, Saturday, 1 February 2025

পাটগ্রামে ভুয়া সনদে ছাত্রলীগ কর্মীর চাকরি! বেতন তুলছেন ১ বছর ধরে…

 আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে কম্পিউটার ল্যাব অপারেটর আসাদুজ্জামান এর বিরুদ্ধে। 

 খোজখবর নিয়ে জানা গেছে, অভিযুক্ত ওয়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকির পুত্র ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামন গত ২৮/০৭/২০২২ সালে আওয়ামীলীগ সরকারের আমলে চাকরি নেন ধবলসতী উচ্চ বিদ্যালয়ে এবং ০১/০১/২০২৪ সালে বেতন ভুক্ত হন। 

আব্দুল বাকি সাবেক সংসদ মোতাহার হোসেনের ঘনিষ্ট হওয়ায় এবং অভিযুক্ত আসাদুজ্জামান নিজে সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হওয়ায় ক্ষমতা দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরি বাগিয়ে নেন। নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা না থাকায় এক সেচ্ছাসেবকলীগ নেতার সহায়তায় মোটা অংকের টাকার বিনিময়ে  কম্পিউটার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং (আবশ্যক) জাল সনদ ম্যানেজ করে এমপিওভূক্ত হন। নীতিমালা অনুযায়ী কম্পিউটার ল্যাব অপারেটরের পদে  যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও কম্পিউটার আবশ্যক বিষয়সহ এইচএসসি  অথবা এসএসসি ও কম্পিউটারে চার বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

সরজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আসাদুজ্জামান ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০০৮ সালে পাটগ্রাম বিএম কলেজ থেকে এইচএসসসি পাস করেন। এরপর এমপিওভূক্তির ক্ষেত্রে তিনি ২০১৬ সালের কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি সনদ ব্যবহার করেন। যার রোল নং-৬৬৫০৬৮ এবং রেজিঃ নং-৬৮৪৪৫২ সেশন ২০১২-১৩। কিন্ত অনলাইনে সার্স দিয়ে এই সনদের কোন অস্তিত্ব মেলেনি। অভিযুক্তকে কোন কলেজ থেকে পাস করেছে এবং রেজাল্ট কি ব্জিজ্ঞাসা করা হলে তিনি বলতে পারেন নি।

এই বিষয়ে ধবলসতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা নিয়োগ সকল বিধি মেনে নিয়োগ দিয়েছি, নিয়োগের সময় সনদ অনলাইনে যাচাই করেছি কিন্ত বর্তমানে কেন অনলাইনে শো করছে না তা জানি না। আসাদুজ্জামানের কম্পিউটার ডিপ্লোমা কোসের এডমিট ও রেজিষ্ট্রেশন দেখতে চাইলে বেশ কয়েকদিন সময় নিয়েও তা দেখাতে পারে নি।

উক্ত নিয়োগ কমিটির সদস্য ছিলেন ৭ জন। নিয়োগ কমিটির প্রধান ছিলেন তৎকালীন ধবলসতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম; গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পাটগ্রাম ; আব্দুল জব্বার বসুনিয়া, প্রধান শিক্ষক পাটগ্রাম হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়; লতিফুল রেজ্জাক, সদস্য ম্যনেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; তবিবর রহমান, সদস্য ম্যানেজিং কমিটি ধবলসতী উচ্চ বিদ্যালয়; মো: রোকনুজ্জামান আইসিটি শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয় ও তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয়। 

নিয়োগ বিষয়ে তৎকালীন সভাপতি আলহাজ্ব রবিউল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগের সবকিছু করেছে শিক্ষা অফিসার আপনি ওনাকে জিজ্ঞেস করেন। নিয়োগের ব্যপারে অর্থনৈতিক লেনদেনের কথা জিজ্ঞেস করলে তিনি কিছু না বলে ফোন কেটে দেন।

বর্তমানে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অন্যত্র বদলি হওয়ায় এবং পাটগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্ব থাকা আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত না থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।