
ঝাঁকঝমক আয়োজনে গোবিন্দগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে উৎসব মুখোর পরিবেশে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার (১ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের দক্ষিণের মাঠে ঝাঁক ঝমক আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়। ক্রিকেট ক্লাব সমিতি ২০২৫-২০২৬ সেকশনের নবনির্বাচিত সভাপতি ছালেহ আহমদ ছালেক ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফয়ছলের নেতৃত্বে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট কন্সালটেন্ট ডা.ছাব্বির আহমদ এবং ঢাকা ব্যাংক সিলেট মদিনা মার্কেট ব্রাঞ্চের ম্যানেজার আনোয়ার হোসেন রনি।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় প্লাস ফায়ার তকিপুর বনাম অগ্রনী ক্রিকেট ক্লাব বিলপার এর মধ্য। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান এমরান, আমিন উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন নজমূল, ছায়াদ মিয়া, মাস্টার আব্দুল বাছিত, পংকজ দত্ত, খলিলুর রহমান,আশরাফুর রহমান, ইলাল আহমদ, আলী আশরাফ তাহিদ, গোলাম কবির সহ গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।