
মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মানিক তালুকদার,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজাত মিয়া (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার মাঘান বাজার থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত সুজাত উপজেলার গৌরকান্দা গ্রামের রেহান উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সুজাত এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাঘান বাজার থেকে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আজ রবিবার (০২-০২-২৫) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান তিনি।