
বিরোধী দলের নেতা রওশন এরশাদের নাম ভাঙ্গিয়ে কোটিপতি হয়েও ধরা ছোঁয়ার বাইরে ময়মনসিংহের পিআইও মনিরুল
ভ্রাম্যমান প্রতিনিধিঃতালহা চৌধুরী রুদ্র
ময়মনসিংহ বিভাগীয় জেলার সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বর্তমানে কোটি কোটি টাকার মালিক বলে গুরুতর অভিযোগে পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের সদর উপজেলার এই সরকারি চাকরি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি ময়মনসিংহ বিভাগীয় ও জেলার সদর শহরের প্রতিটি গলিতে ও আনাচে কানাচে (পিআইও) মনিরুল হক ফারুক রেজা নিজেকে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের কাছের লোক বলে সবাইকে পরিচয় দিতেন।
একাধিক সুত্রে জানা গেছে, এর ফলে (পিআইও) মনিরুল হক ফারুক রেজা দুই দিক থেকেই ফায়দা লুটে লাভবান হয়েছে সে একদিকে সরকারের সার্বিক প্রকল্পের টাকা তিনি লুটে নিয়েছেন অন্যদিকে রওশন এরশাদের নাম বিক্রি করে তিনি চাকরি ঠিক রেখেছেন আর দেদারসে টু-পাইস কামিয়ে নিয়েছেন।
সংশ্লিষ্ট তথ্য জানায়. দিনের শেষে দেখা গেছে, তার দুই পকেটেই অবৈধ টাকায় টুঁইটুম্বরে ভরা।
অনুসন্ধান করে জানা গেছে, একদিকে যেমন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের তৎকালীন সরকার রওশন এরশাদের একহাত ধরে টেনেছেন জাতীয় পার্টিকে তার তোষামোদির জন্য আর এক হাত ধরে টেনেছেন ময়মনসিংহের জাতীয় পার্টির নেতা কর্মীরা। যার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার সরকারি কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজার নাম সর্বাগ্রে বলে জানা গেছে।
অভিযোগে আরও জানা গেছে, পিআইও হিসেবে মনিরুল হক ফারুক রেজা ছিলেন দূর্ণীতির শীর্ষে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় স্হানীয় সরকার বিভাগ থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে বরাদ্দ তার হাতে আসতো, দুঃখের বিষয় তার সিংহ ভাগই নির্লজ্যের মতো দূর্ণীতবাজ পিআইও ভরে ফেলতেন নিজ পকেটে ।
জানা গেছে, স্হানীয় সরকার বিভাগের অর্থের বিতরণ বা দরিদ্র জনগোষ্ঠীর টিআর,কাবিখা কিংবা কাবিটা অথবা কর্মসৃজন প্রকল্পের টাকা কোন টার নিয়মনীতির ই ধার ধারেনি আর কোন পাত্তাই দেয়নি মনিরুল হক ফারুক রেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের যে বিধান বিদ্যমান সেটাকে পিআইও মনিরুল হক রেজা উড়িয়ে দিয়ে বলেছেন আওয়ামীলীগ সরকার যতোদিন ক্ষমতায় আছে ততোদিন এসব থোরাই কেয়ার করে চলেছেন সরকারের অধিনস্ত এই কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
অথচ মনিরুল হক ফারুক রেজা ভাবেওনি একদিন আওয়ামিলীগ সরকারের দেশ মালিকানায় পতন হবে আর মনিরুল হক ফারুক রেজার মতো সরকারের নিমোক খাওয়া দূর্ণীতিবাজদের পেছনে ধাওয়া করবে প্রজাতন্ত্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ময়মনসিংহ বিভাগীয় শহরের সচেতন মহল এবার জানতে চান মনিরুল হক ফারুক রেজার মতো অর্থ লোপাট কারীদের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্হা গ্রহন করা হয়েছে ? এছাড়া ময়মনসিংহ সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে আইনগত কি বিভাগীয় ব্যবস্হা গ্রহন করা হয়েছে ?
যদি না হয়ে থাকে তাহলে সরকারি অর্থ দূর্বৃত্ত পিআইও মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে বাদী হয়ে ময়মনসিংহ বিভাগীয় দূর্ণীতি দমন কমিশন দূদকের দেশপ্রেমিক কর্মকর্তারা কি আইনের আওতায় নিয়ে মনিরুল হক ফারুক রেজা কে দ্রুত গতিতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে ব্যবস্হা নিতে পারবেন কি না? এটাই ময়মনসিংহ বিভাগীয় শহরের সুশীল সমাজের এটাই প্রশ্ন বলে জানা গেছে।