
মধুপুরে ভ্রাম্যমাণ আদালত ৩টি ইট ভাটার মালিক কে ৫লক্ষ টাকা জরিমানা …………..
বাবুল রানা টাঙ্গাইল মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুঁড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় ৫লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী চৌকস অভিযানী টিম ও ফায়ার ব্রিগ্রেডের দুটি টিমের উপ পরিচালক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রমুখ।
টাঙ্গাইলের মধুপুর থেকে বাবুল রানা
০৩-০২-২০২৫