
নওগাঁ,পোরশায় যুবতীকে ধর্ষণের অভিযোগে একজন আটক
পোরশা উপজেলা প্রতিনিধি
নওগাঁর পোরশায় ১৭বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে সিকান্দার(৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত বৃদ্ধ নওগাঁ জেলার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দীর খন্দকারের ছেলে।
জানা গেছে, পোরশা উপজেলার নিতপুর বিষ্ণপুর বেড়াচৌকি নামের একটি পুকুর দেখাশোনা করতেন বৃদ্ধ সিকান্দার। তিনি পুকুর দেখাশোনা করতে এসে মাঝে মধ্যে রাত্রী যাপনও করতেন। ঘটনার দিন গত বছরের আগষ্ট মাসের ৯তারিখ বিকালে ঐ যুবতী তাদের পিয়াজ ক্ষেত দেখাশোনা করতে যায়। সন্ধ্যায় তাকে একা পেয়ে কৌশলে ঐ যুবতীকে নিয়ে পুকুর পাড়ে থাকা একটি ঘরে নিয়ে ধর্ষন করে বৃদ্ধ সিকান্দার।ঘটনা লোকলজ্জায় কাউকে না জানিয়ে থেকে যায় যুবতী। ৬মাস পর তার শারিরিক পরিবর্তন দেখে তার নানা চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসা শেষে চিকিৎসক জানান সে ৬মাসের গর্ভবতী। পরবর্তীতে ঐ যুবতী তার আত্মীয় স্বজনের নিকট ঘটনা খুলে বলে। এ ব্যাপারে গত শনিবার পোরশা থানায় বাদী হয়ে ঐ যুবতীর নানা ধর্ষন মামলা করেন। ঐ দিন রাতে কৌশলে পোরশা এলাকা থেকে বৃদ্ধ সিকান্দারকে আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, আটকের পর রোববার সকালে সিকান্দারকে জেল হাজতে পাঠানো হয়েছে।