
কুষ্টিয়ায় রোজিনা পরিবহন থেকে ১০০০ পিস ইয়াবা সহ নারী-১পুরুষ-১গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক জীবন দেবনাথ
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে,
উপ-পরিদর্শক মোঃ রাসেল কবিরের নির্দেশনায় এবং বিভাগীয় টিমের সক্রিয় ফোর্স সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে কুষ্টিয়ার খোকসা থানাধীন জানিপুর, গোপন সংবাদের ভিত্তিতে , ঢাকা থেকে কুমারখালী গামী রোজিনা পরিবহনের সিট নং-যথা
f-3.f-4 এ বসা অবস্থায় সন্দেহভাজন ২ জন আসামীর দেহ তল্লাশি করলে , আসামিদের পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে, ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং দুইজনকে গ্রেফতার করেন,
গ্রেপ্তারকৃত আসামিরা হল, সাগর প্রামাণিক (২৭)পিতা-মৃত মোঃ ভাষান প্রামানীক, বানিয়াপাড়া থানা কুমারখালী জেলা কুষ্টিয়া, ও মোসাঃরিপতি আক্তার বৃষ্টি (২১)স্বামী মোঃ সাব্বির হোসেন, পিতা ইমাদ উদ্দিন উজ্জল, উত্তর আমলাপাড়া কুষ্টিয়া,
অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে, আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা
প্রাপ্ত আলামত সহ আসামিদেরকে খোকসা থানায় সোপর্দ করলে, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারণি ও ক্রমিক নং১০( ক) ধারায় পরিদর্শক আবুল কালাম (আজাদ)
বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন,
খোকসা থানার নিয়মিত মামলা নং০৩ তারিখ ০৫-০২- ২০২৫ ইংরেজি, দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।