
চাঁদা না দেওয়ায় গলা কেটে হত্যা আটক ০১
নিউজ ডেস্ক:
বাগেরহাট সদর উপজেলা অন্তর্গত ডেমা ইউনিয়নের কালিয়া খেজুর মহল এলাকায়, চাঁদা দিতে অস্বীকার করায় প্রকাশে দিনে দুপুরে দা দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা, মৃত্যু আজগর আলী (৭৮) কে নিজের বাসায় এসে ফিল্মী স্টাইলে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এতে এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংঙ্গীফোর্স নিয়ে অভিযান চালিয়ে একজন কে আটক করেছে, লাশের সূরৎহাল রিপোট তৈরি করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট লেখা পর্যন্ত একজন কে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, পলাতক আসামি গ্রেফতার করতে পুলিশের চৌকস অভিযানী টিমের সদস্যরা স্বকৃয় ভূমিকা পালন করেছেন। এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে মৃত্যু আজগর আলী ছিলেন একজন মানবিক স্বজন প্রীতিতের অধীকারী ও কোমলমতি মনের মানুষ, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তাঁর মৃত্যু হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যদিয়ে। এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সংঙ্গে আলোচনা করে জানা গেছে অত্র এলাকার একদল সংঙ্গবদ্ধ চাঁদাবাজ ও সংন্ত্রাসীর অত্যাচার নির্যাতনে বিপাকে আছেন কালিয়া খেজুর মহল এলাকাবাসী। এবিষয়ে প্রসাশনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।