
মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়ন আহবায়ক বিএনপি’র কর্মী সমাবেশ
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন আহবায়ক বিএনপি’র আয়োজনে ৬, ৮ ও ৯ ওয়ার্ড কর্মী সমাবেশ ৫ ফেব্রয়ারী ২০২৫ বাদ মাগরিব লতিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত।
প্রধান অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন,জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
প্রধান বক্তা ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়। তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম।
বিএনপি ইউনিয়ন আহবায়ক মমিনুল হক সাজু মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মরহুম বিএনপি’র রংপুর জেলানেতা এডভোকেট বদরুল ইসলাম চুন্নু’র সহধর্মিনী মিঠাপুকুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফৌজিয়া ইয়াছমিন কনা। তিনি বলেন, তিনি ইরিধান,অগভীর, গভীর নলকুপ, ইন্জিনচালিত লাঙ্গল বিদেশ থেকে কৃষকদের জন্য এনেছেন।
বিএনপি’র ৬,৮ ও ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীমুল হক শামীম,হাবিবুর রহমান টিটুল ,হযরত আলী, সুমন সরকার ও মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তব্য শেষে গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।