
ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি করেন রংপুর মহানগর কর্মীরা
মোঃ নাজমুস ছাকিব,রংপুর প্রতিনিধি
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকাল ১১টায় র্যালিটি রংপুর মেডিকেল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
র্যালিতে রংপুর জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।
র্যালি শেষে বক্তব্য দিয়েছেন রংপুর জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ ফিরোজ কবির,সেক্রেটারি মোঃ হামিদুর রহমান, সাবেক রংপুর জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি করা হয়, যেমন ফ্রি ব্লাড গ্রুপিং,অসহায় ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান, প্রীতিভোজ আয়োজন,বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান সহ অনেক।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও বক্তারা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যত নেতা কর্মী গত ১৬ বছরে গুম হয়েছে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায়।