1:48 am, Monday, 28 April 2025

ধামরাইয়ের সা’দ হত্যা মামলার আসামি মোহনগঞ্জে গ্রেফতার

ধামরাইয়ের সা’দ হত্যা মামলার আসামি মোহনগঞ্জে গ্রেফতার

মানিক তালুকদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সা’দ এর হত্যা মামলার পলাতক আসামি মো. কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশের চৌকস টিমের সদস্যরা দায়িত্ব রত্য পুলিশ ।

শুক্রবার (০৭-০২-০৫) গভীর রাতে (৩টায়) আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের বিদ্যা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম খান, এস.আই রবিউল আউয়ালসহ সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

কামরুল ইসলাম আফিকুল ইসলাম সা’দ হত্যাকান্ডের ঘটনায় ধামরাই থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি। তিনি ঢাকার ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি মূলতঃ মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের কুলপোতাক মহড়া গ্রামের মো. নূরুল ইসলাম ওরফে সইজ্জত আলীর ছেলে। তিনি গত প্রায় ২৫ বছর আগে তার পরিবারের সঙ্গে ঢাকায় চলে গিয়েছিলেন। ঢাকায় তিনি ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামে বসবাস করতেন। সেখানে তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন। জানা যায়, তিনি ধামরাইল থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় সদ্য সাবেক সাংসদের বিশ্বস্ত ও ঘনিষ্ঠজন ছিলেন। আওয়ামী সরকার পতনের পর তিনি গত কয়েক মাস যাবত তার গ্রামের বাড়ি মহড়ায় বসবাস করতেন। কিছুদিন আগে ওখানে পুলিশের তাড়া খেয়ে প্রায় ১৫/২০ দিন আগে পেরীরচর গ্রামে তার মামাবাড়িতে থাকতেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম জানান, কামরুল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ধামরাই থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল। সে আফিকুল ইসলাম সা’দ হত্যা মামলার এজহারভুক্ত অন্যতম পলাতক আসামি। বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশ ফোর্স পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙ্গে ফেললেন চেয়ারম্যান

ধামরাইয়ের সা’দ হত্যা মামলার আসামি মোহনগঞ্জে গ্রেফতার

Update Time : 10:31:43 pm, Friday, 7 February 2025

ধামরাইয়ের সা’দ হত্যা মামলার আসামি মোহনগঞ্জে গ্রেফতার

মানিক তালুকদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সা’দ এর হত্যা মামলার পলাতক আসামি মো. কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশের চৌকস টিমের সদস্যরা দায়িত্ব রত্য পুলিশ ।

শুক্রবার (০৭-০২-০৫) গভীর রাতে (৩টায়) আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের বিদ্যা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম খান, এস.আই রবিউল আউয়ালসহ সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

কামরুল ইসলাম আফিকুল ইসলাম সা’দ হত্যাকান্ডের ঘটনায় ধামরাই থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি। তিনি ঢাকার ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি মূলতঃ মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের কুলপোতাক মহড়া গ্রামের মো. নূরুল ইসলাম ওরফে সইজ্জত আলীর ছেলে। তিনি গত প্রায় ২৫ বছর আগে তার পরিবারের সঙ্গে ঢাকায় চলে গিয়েছিলেন। ঢাকায় তিনি ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামে বসবাস করতেন। সেখানে তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন। জানা যায়, তিনি ধামরাইল থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় সদ্য সাবেক সাংসদের বিশ্বস্ত ও ঘনিষ্ঠজন ছিলেন। আওয়ামী সরকার পতনের পর তিনি গত কয়েক মাস যাবত তার গ্রামের বাড়ি মহড়ায় বসবাস করতেন। কিছুদিন আগে ওখানে পুলিশের তাড়া খেয়ে প্রায় ১৫/২০ দিন আগে পেরীরচর গ্রামে তার মামাবাড়িতে থাকতেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম জানান, কামরুল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ধামরাই থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল। সে আফিকুল ইসলাম সা’দ হত্যা মামলার এজহারভুক্ত অন্যতম পলাতক আসামি। বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশ ফোর্স পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।