
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মির্জাপুর সূর্য উদয়ন ক্লাবের উদ্যোগে ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি’২৫ রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত ফাইনাল ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার সদস্য, ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মেধাবী নেতৃত্ব মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী)।
উক্ত ক্রিকেট খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ও নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছাত্রদলের সোনালী ফসল সাবেক ছাত্রনেতা উদীয়মান তরুণ নেতৃত্ব মোঃ জিহাদ হোসেন ডিপটি।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাজাহান মিয়া সাজু, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সদস্য মোঃ জাহিদুর রহিম কালু, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি, নাগরপুর সদর জাসাসের আহবায়ক বিপ্লব হোসেন প্রমূখ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী) বলেন- গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন খেলাধুলা আমরা ভুলতে বসেছি। এর একমাত্র কারণ হচ্ছে বিগত সরকার যুবসমাজকে ধ্বংস করার জন্য নানারকম ষড়যন্ত্র করেছে। যাই হোক আমরা সেই ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়েছি।
তাই আমরা আমাদের সন্তানকে যে যে সেক্টরে রয়েছি সেই সেই সেক্টরের সম্পদ ভেবে ভবিষ্যৎ গড়ার সর্বাত্মক প্রচেষ্টা করব।
বিশেষভাবে উল্লেখ্য, হাসান একাদশ ও মঞ্জু একাদশ খেলায় অংশগ্রহণ করে হাসান একাদশ বিজয় লাভ করে। শেষে রানার্সআপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফাইনাল ক্রিকেট খেলাটি শেষ হয়।