
নামাজরত শাশুড়িকে কুপিয়ে জ-খম করেছে পাষণ্ড মেয়ের জামাই
মঠবাড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধি
বরিশাল বিভাগের উপজেলা মঠবারিয়া এক পাষন্ড জামাতায় এ নৃ-শংস ঘটনাটি ঘটিয়েছে মঠবাড়িয়ার গিলাবাদ গ্রামে। গতকাল ০৭/০২/২০২৫ইং শুকবার সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মু-মূর্ষু অবস্থায় রিজভী বেগম নামের এক আহত নারীকে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শাশুড়ি রিজভী বেগম সন্ধ্যায় নামাজরত অবস্থায় ছিলেন, সে অবস্থায় তাকে বাংলা দা দিয়ে / লাকড়ি কাঁটার দারারুল দা-দিয়ে আ-ঘাত করা হয়েছে বলে ধাড়না করছেন প্রত্যক দর্শিরা ৷ ভিক্টিমের হাতের কবজিতে, মাথায় ও ঘাড়ে জ-খম দেখা গেছে। তাকে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বিভাগীয় হাসপাতালে ভর্তি করা জন্য প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকেই ধারণা করেন।
এহেন জ-ঘন্যতম সামাজিক অবক্ষয় রোধে সুস্থ সংস্কৃতির চর্চা করা জরুরি বলে মন্তব্য করেছেন এলাকায় উপস্থিত বেশকিছু গুনীজনরা।
ঘটনাটির সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রুত গতিতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর থেকে কঠোরতম শাস্তির জোর দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী।