
মিঠাপুকুরে বালুয়ামাসিমপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বালুয়ামাসিমপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ বালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৮ ফেব্রয়ারী শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। । তিনি বলেন, জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
উদ্বোধক ছিলেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকবান্ধব সরকার ছিলেন। তিনি ইরিধান,অগভীর, গভীর নলকুপ, ইন্জিন চালিত লাঙ্গল বিদেশ থেকে কৃষকদের জন্য এনেছেন।
প্রধান বক্তা ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন। তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম।
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ মাহবুবার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা আহবায়ক বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল হক শামীম, মরহুম বিএনপি নেতা বদরুল ইসলাম চুন্নুর স্ত্রী ফৌজিয়া ইয়াছমিন কনা। হাবিবুর রহমান টিটুল, আনোয়ারুল ইসলাম, মোর্শেদ হাসান সোহেল। সভাপতি প্রর্থী ৩ জন,সম্পাদক প্রার্থী ২ জন ও সাংগঠনিক প্রার্থী ২ হওয়ায় আগামী ১১ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ৪৫৯ জনভোটারের ভোট অনুষ্ঠিত হবে।
সম্মেলন শেষে আইয়ুব আলীকে সভাপতি করে ৭১ কমিটি বিশিষ্ট খোড়াগাছ ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষনা করেন।