
পুলিশ সুপারের বিচক্ষন নির্দেশনায় অভিযানে ৮৫মামলার পলাতক১,ও ৪টায় পরোয়ানা ভুক্ত ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলার পুলিশের সম্মানিত অভিভাবক,ও বিচক্ষন্ দিকনির্দেশক বাংলাদেশ পুলিশ কর্মকর্তার মধ্যে
অন্যতম,দায়িত্ব শিল পুলিশ সুপার,শেরপুর জেলায়,
উন্নত পুলিশ সেবার অন্তর্ভুক্ত করায়,যার অবদানে এখন
শেরপুর জেলার সকলের কাছে আর্দশের অপর নাম জনাব মোঃ আমিনুল ইসলাম,(পিপিএম)। উনার দৃষ্টিতে
অপরাধীর পরিচয় একঠাই সে আইন ও সর্বসাধারণের শত্রুর। জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের,বিচক্ষন
দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক
তত্বাবধায়নে চৌকস আভিযানি টিমের সদস্য এস.আই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় এস.আই (নিরস্ত্র) আশিকুর রহমান ও এ.এস.আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম,তাদের যৌথ চেষ্টা ও বিচক্ষণতায়
গত ০৩/০২/২০২৫ খ্রিঃ তারিখ হইতে উত্তরা পশ্চিম,উত্তরা পূর্ব ডিএমপি ঢাকা ও
ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আজ ০৯/০২/২০২৫ খ্রিঃ তারিখ ভোর
০৫.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর-১৮ ব্লক-এ
হইতে গোপন সংবাদের বৃত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি ১। কামরুজ্জামান সুজন, পিতা- মৃত আবুল হাসেম,সাং-
নারায়নপুর, থানা ও জেলা শেরপুর এর নামে সিআর সাজা ৭০টি ও সিআর সাধারণ ১৫টিসহ সর্বমোট ৮৫টি
পরোয়ানা ভুক্ত আসামি, ২। কামরুল হাসান পিতা- মৃত আবুল হাসেম সাং- নারায়নপুর, থানা ও জেলা শেরপুর
এর নামে ০৪টি সিআর সাধারণ পরোয়ানা ভুক্ত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়।