
বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক
নইমুল ইসলাম নায়ুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আটক করার পর আজ রোববার দুপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন মিঞার ছেলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বড় পলাশবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি জিন্নাত আলী (৩৬), আমজানখোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহের আলী, বড়বাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম (৪৫), বড়বাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাদিত (৩২) এবং বড়বাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জয়নুল হক (৪৫)।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী নাগরিক ভাবনা পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।