
মোহনগঞ্জে “অপারেশন ডেভিল হান্টে” গ্রেপ্তার এক
মানিক তালুকদার,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
যৌথ বাহিনীর নেতৃত্বে সারাদেশে পরিচালিত “অপারেশন ডেভিল হান্টের” অংশ হিসেবে মোহনগঞ্জে প্রথম শিকার হলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতন এর ছোট ভাই হাজী সুলতান আহমেদ।
সোমবার (১০-০২-২৫) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত প্রায় ৩:৩০মি. সংগীয় ফোর্স এস.আই. দেলোয়ার হোসেন, এস.আই. রবিউল ইসলাম খান, এস.আই শফিকুল ইসলাম প্রমুখের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়াস্থ বাসায় তার অবস্থান নিশ্চিত করে পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়ে তার বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল জানান, গত ১২-০৫-২৪ খ্রি. তারিখে মোহসিন খানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।