
রাজৈরের ইশিবপুরে,হেলিকপ্টারে করে বউ নিয়ে আসলো,সিফাত মোড়ল
মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার
রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের জালাল উদ্দিন মোড়ল এর ছেলে, বর সিফাত মোড়ল – কনে তুহি আক্তার ,স্টাফকোয়াটার ডেমরা ঢাকা। হেলিকপ্টারে করে বউ নিয়ে আসলেন, দেখার জন্য হাজার লোকের ভিড়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছেলের খালু দেলোয়ার মাস্টার, ছেলের চাচা ছারোয়ার মোড়ল সহ আরো অনেকেই।এই অনুষ্ঠানে কোনরকম নেছার উঠানো হয়নি, ছেলের বাবা জালালউদ্দিন মোড়ল জানিয়েছেন, আমি অনুষ্ঠানে আমার আত্মীয়-স্বজন ও আমার বংশের এবং এলাকার লোকজনকে খাওয়াইছি এতেই আমি খুশি, আমি চাই আমার মত আরও অনেকেই অনুষ্ঠান করে যাতে নেছার না উঠায়, এখন থেকে যারা একটু ভালো আছে যাদের টাকা পয়সা আছে তাদের এরকমটা করাই উচিত। তাতে সকালে অনুষ্ঠানে এসে দোয়া করবে এটাই যথেষ্ট।