
ড্রাম ট্রাকের ধাক্কা ও দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সাংবাদিক আহত
নিজস্ব সংবাদদাতা
শেরপুর জেলা সদর উপজেলার অন্তর্গত ১৩ রৌহা ইউনিয়নের ময়মনসিংহ – শেরপুর বাইপাস মহা সড়কের বেলতলী বাজার জামে মসজিদ এর পাশে দাঁড়ানোর অবস্থায়,আজ বেলা সাড়ে ১১:৩০ সময় বালু বহনকারী একটি বেপরোয়া গতির ট্রাক দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার উপ সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কাজল গুরুত্বর আহৎ হয়। সাংবাদিক দেওয়ান কামরুজ্জামান কাজল কে ডাইন সাইট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে
মটরবাইক্ টি সামনের দিকে ভেংঙ্গে যায় এবং সাংবাদিক দেওয়ান কামরুজ্জামান কাজল গুরুত্বর আহৎ হয় রাস্তায় পড়ে যায়।আহৎ সাংবাদিক কে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বাসিন্দারা ঘাতক ট্রাক টি আটক করেছে ।আহৎ সাংবাদিক দেওয়ান কামরুজ্জামান কাজল (২০), পিতা দেওয়ান মোঃ নূর নবী,ও মাতা মোসাঃ হুসনেয়ারা বেগম,বেলতলী বাজারের পাশে (আব:পুলিশ) মোল্লা মোঃ হাবিবুর রহমান ভান্ডারী,দ্বিতৃয় পুত্রের বর ছেলে,মমতাজ মহল বেলতলী রৌহা শেরপুর সদর শেরপুর।
আহত উপ-সম্পাদক কামরুজ্জামান কাজল সাংবাদিক বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি রয়েছে।
উপসম্পাদক,দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার আহত সাংবাদিক দেওয়ান কামরুজ্জামান কাজল এ-র শারীরিক আবস্থার খুঁজ খবর নিতে জেলা সদর হাসপাতালে, কেন্দ্রীয় সমবায় দলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির সভাপতি হিসাবে প্রার্থী সংগ্রামী জননেতা ফজলুল কাদের লুট ভাই পক্ষ থেকে উনার বড় ছেলে সহ কয়েকজন প্রতিনিধি প্রেরণ করেন এবং দ্বায়িত্বরত চিকিৎসক এর সংঙ্গে আলোচনা করেন। এবং চিকিৎসা সেবায় যাহাতে কোন প্রকার ত্রুটি না-হয় ঐ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সুদৃষ্টির প্রত্যাশাকরেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় ময়মনসিংহ শেরপুর মহা সড়কের বেলতলী বাজার এলাকায় গাড়ি চালকের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে ছোট ছোট অনেক দুর্ঘটনা এবিষয়ে প্রসর উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি একান্তভাবে কামনা করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আহৎ সাংবাদিক দেওয়ান কামরুজ্জামান কাজল এর দ্রুত গতিতে সুস্থতায় দেশের ও দেশের বাইরে থাকায় সকলের কাছে দোয়া কামনা করছি।
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে। শেরপুর জেলা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের আশেপাশের প্রতিটি মানুষের একান্ত জোর দাবি বিশেষ করে বাংলাদেশে , সড়ক উন্নয়ন বোর্ড সংরক্ষিত শেরপুর জেলা বিআরটিএর নির্বাহী পরিচালক মহোদয় ময়মনসিংহ বিভাগীয় প্রধান, শেরপুর – ময়মনসিংহ বাইপাস মহা সড়কের বেলতলী বাজারের দুই দিকে দুইটি গতিরোধক স্থাপনের জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছে। এলাকায় বাসি।
এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল। জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা।হেড অফিস মাহতাব সেন্টার,১৭৭ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী বিজয় নগর রোড় ঢাকা ১০০০.ফোন +৮৮০৯৬৩৮১২৬৩১৮।