
ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ আটক সোহেল,পরিবারের দাবি ষড়যন্ত্র
নইমুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ আটক সোহেল রানা ষড়যন্ত্রের স্বীকার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন করেন পরিবারের স্বজনসহ এলাকাবাসী।
ঘণ্টব্যাপী এই মানববন্ধনে পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, সোহেলে রানার স্ত্রী শাহরিন জান্নাত, ভাগনী তাসনিয়া হাসরাত হাজ্জু, স্থানীয় এলাকাবাসী মাসুদ, সালাম প্রমুখ।
বক্তরা বলেন, ‘ষড়যন্ত্রের স্বীকার হয়েছে সোহেলে রানা। সে কখনো কোন খারাপ কাজের সাথে জড়িত ছিলো না। রুমের ভিতরে কেউ এই পিস্তল রেখে দিয়েছে এটা আমাদের ধারণা। আমরা চাই প্রশাসনের সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের বিচার হোক’।
এর আগে গত রোববার জেলা পুলিশের বিশেষ অভিযানে সোহেল রানাকে তার বাসা থেকে একটি অস্ত্রসহ আটক করা হয়।