
কাজী মোস্তফা রুমি: ইসলাম আল্লাহপাকের মনোনীত একমাত্র ‘দ্বীন’, যা একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দোলনা থেকে কবর পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবনযাপন করতে হয়।
এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি’২৫ বুধবার বাদ আছর হইতে নাগরপুর সরকারি কলেজ রোডের সকল ব্যবসায়ীদের উদ্যোগে নাগরপুর বাজার বণিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় কলেজ রোড প্রাঙ্গণে ১২ তম বার্ষিক ওয়াজ মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন এবং বর্ষীয়ান ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আলী আকবর নাগরপুরীর সভাপতিত্বে নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাদিক আহমাদ রাব্বানীর পরিচালনায় উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এবং উদ্বোধক হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ, মানবিক ব্যক্তিত্ব মো: রফিকুল ইসলাম।
উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল এবং নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: গোলাম মোস্তফা গোলাম।
উক্ত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখেন নাগরপুর থানা জামে মসজিদের খতিব হযরত মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী, ঢাকা হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতি মোশারফ আল হুসাইনী।
উক্ত ওয়াজ মাহফিলে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফাচ্ছিরে কুরআন ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মাদরাসাতুল ফালাহ্ ইন্টারন্যাশনাল, ঢাকার পরিচালক এবং একুশে টেলিভিশনের ইসলামী আলোচক এইচ. এম জুবায়ের আহমেদ।
অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এবং পর্দার বিশেষ ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক মা-বোনদের আগমনে ওয়াজ মাহফিল অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হয়ে ওঠে। শ্রোতারা অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে আলোচকদের বক্তব্য শ্রবণ করেন। মাহফিল শেষে অত্যন্ত চমৎকার ও সুশৃংখলভাবে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় নাগরপুর বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ও সচেতন দায়িত্বশীল ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।