
প্রতারক সাংবাদিক কামাল কে ঢাকা প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
আওরঙ্গজেব কামালকে তিন বছর পূর্বে দুর্নীতির দায়ে ঢাকা প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়।
আওরঙ্গজেব কামাল প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এর খুব কাছের লোক হওয়ায় ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে ঢাকা প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল।শুধু তাই নয় তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
জুলাইয়ের অভ্যুত্থানের সময় আওরঙ্গজেব কামাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করে। ওই সময়ে আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র হত্যা ও অত্যাচারের সাথে সরাসরি জড়িত ছিল বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নংঃ ১৫৭৯/২০২৪ আসামি নংঃ ২১ ।
সে ঢাকা প্রেস ক্লাবের ভুয়া ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে সাংবাদিক সহ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে । সে বর্তমানে ঢাকা প্রেসক্লাবের সভাপতি দাবী করে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
আওরঙ্গজেব কামাল থেকে সাবধানে থাকতে সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
আমরা আজ এক নজরে জেনে নেই দালাল চক্রের সঙ্গে যার একাত্ব সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকায়।আমরা ঢাকা প্রেস ক্লাবের সাবেক বহিষ্কারকৃত সাংবাদিক নামে প্রতারক চক্রের মহা গডফাদার আওরঙ্গজেব কামাল স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সাক্ষী যার জন্য বাংলাদেশের হাজারো অসহায় নিরীহ শিক্ষিত বেকার যুবক আজ প্রতারণার স্বীকার হয়েছেন মিথ্যে ও মনগড়া আইডি কার্ড দিয়ে কার্ড বাণিজ্য করে সাংবাদিক জগতকে কলঙ্কিত করে আওরঙ্গজেব কামাল।
১৯৮৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা প্রেস ক্লাবের অর্জিত সকল সম্মান ও সুক্ষেতী কে ধ্বংস করার পাঁয়তারা করছে ও সাংবাদিক আওরঙ্গজেব কামাল।আপনারা এই চিহ্নিত প্রতারক চক্রের সদস্য ও কাঠ-বাণিজ্যধারী সাংবাদিক আওরঙ্গজেব কামালকে দ্রুত পুলিশ হাতে ধরিয়ে দিন প্রতারক নিধনে আইনি কে সহায়তা করুন। আমরা সকলেই কলম যোদ্ধা।সাংবাদিক মানে জাতির বিবেক আমরা চাই আওরঙ্গজেব কামাল অতিসত্বর আইনের হাতে গ্রেপ্তার হোক এবং তার হাত থেকে যেন ওদের ভবিষ্যতে আর কোন শিক্ষিত বেকার সাংবাদিকতা নামে কামাল এর কাছ থেকে প্রতারণার শিকার না হয়। নিচে কামাল এর কুকৃতির কিছু প্রমাণ সংযুক্ত করা হলো।
সত্যিকারের কলম যোদ্ধা ঢাকা পৃষ্ঠা ১৯৮৬ এর সম্মান কখনো রাখার জন্য তার বিরুদ্ধে একাধিক প্রতারণামূলক মামলা দায়ের করা হয়েছে এবং সারা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে আরঙ্গজেব কামাল ঢাকা ফ্রেশ ক্লাব ১৯৮৬ এর সঙ্গে আরবের যে কামালের কোন সম্পর্ক নেই তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ ও প্রেসক্লাব সংক্রান্ত কোন প্রকার লেনদেন থেকে দূরত্ব বজায় রাখুন।
ঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমেদ স্যার বর্তমান নির্বাচিত পরিশ্রমই সাধারণ সম্পাদক ঢাকা প্রেসক্লাব।
dhakapressclub.org