8:23 pm, Sunday, 27 April 2025

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার

এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই:

লাখাইয়ে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলার মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম বাহার।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এ শিক্ষক হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের সরকারি খাল ভরাট করে দখলের করে আসছেন। ইতিমধ্যে খালের আংশিক মাটি ভরাট করে গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালের পাড়ের নিজের জমির সাথে খালটি মাটি ভরাট করার উদ্যোগ গ্রহণ করেন।তিনি খাল থেকে দূরবর্তী একটি ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে খাল সমেত তাঁর নিজস্ব জমি মাটি কেটে ভরাট করে চলেছেন।
এ সংবাদ পেয়ে সরজমিন পরিদর্শন কালে দেখা যায় শিক্ষক সেলিম বাহার এরই মধ্যে খালের অনেকাংশেই গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন এবং বাদবাকি খালও ভরাট প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে শিক্ষক সেলিম বাহার এর সাথে সেলফোনে আলাপকালে জানান আমি ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে আমার জমি ভরাট করছি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপের সাথে আলাপকালে জানান আমরা অবৈধভাবে মাটি কাটার ও ভরাট করার অনুমতি কাউকে দেননি। তিনি তাত্ক্ষণিকভাবে বামৈ ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন বলে জানান।
এ বিষয়ে সংসলিষ্ট ভূমি অফিসের তহশিলদার কৃপেশ গোপ এর সাথে আলাপ কালে জানান আমি মাটি কেটে ভরাট করা বন্ধ করে দিয়ে তা সংসলিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে স্থানীয় সূত্রে জানা যায় তহশিলদার এর হস্তক্ষেপে মাটি ভরাট এর কাজ সাময়িক ভাবে বন্ধ হলেও পুনরায় তা চলছে।
এ দিকে স্থানীয় সূত্রে আরোও জানা যায় শিক্ষক নেতা ও সহকারী শিক্ষক সমিতি একাংশের সাধারণ সম্পাদক সেলিম বাহার একজন প্রভাবশালী শিক্ষক এবং তিনি বিগত ১৬ বছর যাবত উপজেলা আওয়ামিলীগ এর প্রভাবশালী নেতৃবৃন্দের নেক নজরে থাকায় এবং অত্যন্ত আস্থা ভাজন হওয়ায় তদবির বানিজ্য সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত।এছাড়া আরোও জানা যায় এ শিক্ষক বরাবরই ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের নেক নজরে থেকে কাজ করে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রি সম্মাননা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার

Update Time : 08:47:45 pm, Thursday, 13 February 2025

লাখাইয়ে মাটি ভরাট করে সরকারি খাল দখল করছেন শিক্ষক সেলিম বাহার

এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই:

লাখাইয়ে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলার মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম বাহার।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এ শিক্ষক হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের সরকারি খাল ভরাট করে দখলের করে আসছেন। ইতিমধ্যে খালের আংশিক মাটি ভরাট করে গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালের পাড়ের নিজের জমির সাথে খালটি মাটি ভরাট করার উদ্যোগ গ্রহণ করেন।তিনি খাল থেকে দূরবর্তী একটি ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে খাল সমেত তাঁর নিজস্ব জমি মাটি কেটে ভরাট করে চলেছেন।
এ সংবাদ পেয়ে সরজমিন পরিদর্শন কালে দেখা যায় শিক্ষক সেলিম বাহার এরই মধ্যে খালের অনেকাংশেই গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন এবং বাদবাকি খালও ভরাট প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে শিক্ষক সেলিম বাহার এর সাথে সেলফোনে আলাপকালে জানান আমি ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে আমার জমি ভরাট করছি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপের সাথে আলাপকালে জানান আমরা অবৈধভাবে মাটি কাটার ও ভরাট করার অনুমতি কাউকে দেননি। তিনি তাত্ক্ষণিকভাবে বামৈ ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন বলে জানান।
এ বিষয়ে সংসলিষ্ট ভূমি অফিসের তহশিলদার কৃপেশ গোপ এর সাথে আলাপ কালে জানান আমি মাটি কেটে ভরাট করা বন্ধ করে দিয়ে তা সংসলিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
তবে স্থানীয় সূত্রে জানা যায় তহশিলদার এর হস্তক্ষেপে মাটি ভরাট এর কাজ সাময়িক ভাবে বন্ধ হলেও পুনরায় তা চলছে।
এ দিকে স্থানীয় সূত্রে আরোও জানা যায় শিক্ষক নেতা ও সহকারী শিক্ষক সমিতি একাংশের সাধারণ সম্পাদক সেলিম বাহার একজন প্রভাবশালী শিক্ষক এবং তিনি বিগত ১৬ বছর যাবত উপজেলা আওয়ামিলীগ এর প্রভাবশালী নেতৃবৃন্দের নেক নজরে থাকায় এবং অত্যন্ত আস্থা ভাজন হওয়ায় তদবির বানিজ্য সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত।এছাড়া আরোও জানা যায় এ শিক্ষক বরাবরই ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের নেক নজরে থেকে কাজ করে থাকেন।