1:30 am, Saturday, 19 April 2025

ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান-২০ হাজার টাকা জরিমানা

ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান-২০ হাজার টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান,সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম:বিভাগের সাতকানিয়া উপজেলাধীন কেরানিহাট এলাকায় ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার(১৪ফেব্রুয়ারি) বিকেলে ৪.৩০টায় কেরানিহাট এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় ঈগল বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি বাস যাত্রীরা নিশ্চিত করেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এসময় ১১টি ঈগল পরিবহনের চালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ৮ তারিখ ঈগল পরিবহনের যাত্রীবাহী মিনি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কেরানীহাটে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ছাত্র–জনতা ও ক্ষুব্ধ যাত্রীরা। এসময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা ২ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বার্তা প্রেরক:- 
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া(চট্টগ্রাম)
মোবাইল: 01713432999

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতকে দ্রুত সময়ের মধ্যে পাকা বোরো ধান কেটে ঘরে তুলার নির্দেশনা

ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান-২০ হাজার টাকা জরিমানা

Update Time : 09:28:42 pm, Friday, 14 February 2025

ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান-২০ হাজার টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান,সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম:বিভাগের সাতকানিয়া উপজেলাধীন কেরানিহাট এলাকায় ঈগল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার(১৪ফেব্রুয়ারি) বিকেলে ৪.৩০টায় কেরানিহাট এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় ঈগল বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি বাস যাত্রীরা নিশ্চিত করেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এসময় ১১টি ঈগল পরিবহনের চালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ৮ তারিখ ঈগল পরিবহনের যাত্রীবাহী মিনি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কেরানীহাটে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ছাত্র–জনতা ও ক্ষুব্ধ যাত্রীরা। এসময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা ২ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বার্তা প্রেরক:- 
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া(চট্টগ্রাম)
মোবাইল: 01713432999