
নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ মোরছালিন ইসলাম,নীলফামারী প্রতিনিধি:
আজ ১৬ ফেব্রুয়ারী রবিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এরমধ্যে দিয়ে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু হয়। নীলফামারী জেলা বিএনপি কার্যালয়ে
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিঠুন কুমার দাস অদিত ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রুবেল আমিন উপস্থিতিতে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
এছাড়াও কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু বক্তব্য দেন।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য দেন।
উল্লাস আর উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরভাবে কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।