1:46 am, Saturday, 19 April 2025

ইবির ট্যুরিজম বিভাগের সঙ্গে সিকিউরিটি মার্কেটের চুক্তি

  • Reporter Name
  • Update Time : 08:24:02 pm, Monday, 17 February 2025
  • 23 Time View

ইবির ট্যুরিজম বিভাগের সঙ্গে সিকিউরিটি মার্কেটের চুক্তি

মানিক হোসেন, ইবি ক্যাম্পাস প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বিভাগটির হল রুমে এ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম হয়।

বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম’এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও সংগঠনটির সেশন কন্ডাক্টর ফ্যাকালটি সাদ্দাম হোসেন খান ও রিজভী আহমেদ। এ প্রোগ্রামে বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটেসের প্রতিনিধিরা একজন নবীন শিক্ষার্থী কিভাবে সিকিউরিটিজ মার্কেটে প্রবেশ করে বিনিয়োগ এবং লাভবান হতে পারে সে বিষয়ে আলোচনা করেন ট্রেনিং প্রোগ্রামের আলোচকরা। ভবিষ্যতে এ বিভাগের শিক্ষার্থীরা উক্ত খ্যাতে প্রবেশ করলে সহায়তার কথা ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ একাডেমি সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ছেলে-মেয়েকে প্রাইমারি লেভেল থেকে বিনিয়োগ বিষয়ে শিক্ষা দিতে হবে। আপনি যেন ক্ষতির মুখে না পড়েন, সেই জন্যই আপনাকে বিনিয়োগ সম্পর্কে জানতে হবে। এডভাইজারদের সুন্দর সুন্দর কথায় গলে না গিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগ শিক্ষার প্রসার করা।  সেই লক্ষ্যে ভবিষ্যতে বিনিয়োগকারীদের কাছে আমাদের ম্যাসেজটা পৌঁছে দিতে এই সেশন করা। একটা শিক্ষিত বিনিয়োগ বাজার তৈরির লক্ষ্যেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে এ কর্মশালাগুলো করছি। ভবিষ্যতে যেন তারা সংগঠনটির ভাবে তৈরি হতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। একটি সুশিক্ষিত বিনিয়োগকারী তৈরি করার মিশনকে আমরা একটি বিপ্লব হিসেবে নিয়েছি, যতদিন আমরা জয়ী না হব ততদিন এই বিপ্লব চলতে থাকবে।

এসময় তিনি আরো বলেন, শুধু বইয়ের জ্ঞানে কাজ হবে না। প্রাইভেট সেক্টরে চাকরি করতে চাইলে ক্লাসিক ইংলিশকে মাতৃভাষা মনে করতে হবে। । আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের সাথে এই এমওইউ চুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে এই বিভাগের শিক্ষার্থীদের বিনিয়োগ ক্ষেত্রে আর্থিক সাপোর্ট থেকে শুরু বিনিয়োগ ক্ষেত্রের অন্যান্য সাপোর্ট প্রদান করতে পারবো।

বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়। বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বে বাচতে হলে বাস্তব জ্ঞান দরকার৷ বিশ্ববিদ্যালয় তো আর সবকিছু দিতে পারে না৷ তাই বাস্তবিক জ্ঞান ও সহযোগিতার জন্য বাংলাদেশ একাডেমি সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) সাথে পাচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছি। তাদের কাজের অংশ হিসেবে আজকে একটি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতকে দ্রুত সময়ের মধ্যে পাকা বোরো ধান কেটে ঘরে তুলার নির্দেশনা

ইবির ট্যুরিজম বিভাগের সঙ্গে সিকিউরিটি মার্কেটের চুক্তি

Update Time : 08:24:02 pm, Monday, 17 February 2025

ইবির ট্যুরিজম বিভাগের সঙ্গে সিকিউরিটি মার্কেটের চুক্তি

মানিক হোসেন, ইবি ক্যাম্পাস প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বিভাগটির হল রুমে এ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম হয়।

বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম’এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও সংগঠনটির সেশন কন্ডাক্টর ফ্যাকালটি সাদ্দাম হোসেন খান ও রিজভী আহমেদ। এ প্রোগ্রামে বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটেসের প্রতিনিধিরা একজন নবীন শিক্ষার্থী কিভাবে সিকিউরিটিজ মার্কেটে প্রবেশ করে বিনিয়োগ এবং লাভবান হতে পারে সে বিষয়ে আলোচনা করেন ট্রেনিং প্রোগ্রামের আলোচকরা। ভবিষ্যতে এ বিভাগের শিক্ষার্থীরা উক্ত খ্যাতে প্রবেশ করলে সহায়তার কথা ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ একাডেমি সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ছেলে-মেয়েকে প্রাইমারি লেভেল থেকে বিনিয়োগ বিষয়ে শিক্ষা দিতে হবে। আপনি যেন ক্ষতির মুখে না পড়েন, সেই জন্যই আপনাকে বিনিয়োগ সম্পর্কে জানতে হবে। এডভাইজারদের সুন্দর সুন্দর কথায় গলে না গিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগ শিক্ষার প্রসার করা।  সেই লক্ষ্যে ভবিষ্যতে বিনিয়োগকারীদের কাছে আমাদের ম্যাসেজটা পৌঁছে দিতে এই সেশন করা। একটা শিক্ষিত বিনিয়োগ বাজার তৈরির লক্ষ্যেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে এ কর্মশালাগুলো করছি। ভবিষ্যতে যেন তারা সংগঠনটির ভাবে তৈরি হতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। একটি সুশিক্ষিত বিনিয়োগকারী তৈরি করার মিশনকে আমরা একটি বিপ্লব হিসেবে নিয়েছি, যতদিন আমরা জয়ী না হব ততদিন এই বিপ্লব চলতে থাকবে।

এসময় তিনি আরো বলেন, শুধু বইয়ের জ্ঞানে কাজ হবে না। প্রাইভেট সেক্টরে চাকরি করতে চাইলে ক্লাসিক ইংলিশকে মাতৃভাষা মনে করতে হবে। । আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের সাথে এই এমওইউ চুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে এই বিভাগের শিক্ষার্থীদের বিনিয়োগ ক্ষেত্রে আর্থিক সাপোর্ট থেকে শুরু বিনিয়োগ ক্ষেত্রের অন্যান্য সাপোর্ট প্রদান করতে পারবো।

বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়। বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বে বাচতে হলে বাস্তব জ্ঞান দরকার৷ বিশ্ববিদ্যালয় তো আর সবকিছু দিতে পারে না৷ তাই বাস্তবিক জ্ঞান ও সহযোগিতার জন্য বাংলাদেশ একাডেমি সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) সাথে পাচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছি। তাদের কাজের অংশ হিসেবে আজকে একটি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।