
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাথে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
এম এ মোমিন,ক্রাইম রিপোর্টার:
জাতীয় নাগরিক কমিটি ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বিএনপির মহাসচিব এর ঠাকুরগাঁও বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ জাতীয় নাগরিক কমিটি ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায়, ফ্যাসিবাদের দোসরদের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় মির্জা ফয়সল আমিন জাতীয় নাগরিক কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।