4:11 am, Thursday, 1 May 2025

সিংড়ায় গুলি বর্ষনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১

  • Reporter Name
  • Update Time : 06:32:43 pm, Monday, 17 February 2025
  • 75 Time View

সিংড়ায় গুলি বর্ষনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে গুলি বর্ষনের ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠের একখণ্ড জমির মালিকানা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাত ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ৭জন গুলিবিদ্ধসহ একই গ্রামের অন্তত ১৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলি বর্ষনের ঘটনায় আহত মাসুদ রানা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করে গতরাতে সিংড়া থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ছব্বেত আলী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কদমকুড়ি গ্রামের লব মন্ডলের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গত শনিবার জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

সিংড়ায় গুলি বর্ষনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১

Update Time : 06:32:43 pm, Monday, 17 February 2025

সিংড়ায় গুলি বর্ষনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-১

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে গুলি বর্ষনের ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠের একখণ্ড জমির মালিকানা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাত ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ৭জন গুলিবিদ্ধসহ একই গ্রামের অন্তত ১৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলি বর্ষনের ঘটনায় আহত মাসুদ রানা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করে গতরাতে সিংড়া থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ছব্বেত আলী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কদমকুড়ি গ্রামের লব মন্ডলের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গত শনিবার জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।