
কাজী মোস্তফা রুমি: নাগরপুরের গয়হাটা ইউনিয়নের আগআকুটিয়া বিশ্ব নবী (সাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে মাদ্রাসা মাঠে দুই দিন ব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি’২৫ সোমবার তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে উক্ত মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাগরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল ইসলাম রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংঙ্কৃত করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মো: শরিফুল ইসলাম স্বপন বলেন- আমরা রাজনীতি করি। রাজনীতি ইসলামের একটি অংশ। কিন্তু আসলে আমরা তা করি না। আমরা নিজেদের স্বার্থে অনেক খারাপ কাজ করে থাকি। আমাদেরকে হযরত ওমর (রাঃ) মত রাজনীতি করতে হবে।
বিগত ১৭ বছরের ইতিহাস আমাদের থেকে আপনারা ভালো জানেন। ভালো বলতে পারবেন। আমরা এটাকে নিয়ে উপহাস করব না বরং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষের উপর জুলুম করলে, মিথ্যা মামলা দিলে, হয়রানি করলে, গুম করলে, হত্যা করলে কি হতে পারে, দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু তা খেতে পারেনি। শুধুমাত্র জীবনটা বাঁচাতে কিভাবে বিমানে উঠবে এটাই চিন্তা করেছে। তাই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করব, ইনশাআল্লাহ।
উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শহিদুর রহমান মনির, গয়হাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আশিকুর রহমান মামুন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি প্রমুখ।
এছাড়াও উক্ত ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমাণ্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।