
একজন সত্যিকারের মানবিক মানুষ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনো ) মোঃ কামরুজ্জামান
মো: সুহেল রানা বিজয়,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের বাগান পাড়া জহুরা খাতুন (৬১) নামে একজন বয়স্ক মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হলে গত ছয় মাস আগে তাকে একটি স্তন অপসারণ করা হয় । সেই থেকে তার চিকিৎসা চলমান ছিল … ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতি মাসে তার (১৭০০) টাকার দুইটা ক্রিম লাগাতে হয় যা ব্যবহার করতে হবে কমপক্ষে পাঁচ বছর । অনেকের সাহায্য নিয়ে চিকিৎসা এতদিন যাবত চললেও টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যায় । এমন অবস্থায় ইংরেজি পত্রিকা দ্যা নিউ নেশান, দ্যা ফিনান্সিয়াল পোস্ট সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং ক্রাইম নিউজ টিভির অনুসন্ধানী সাংবাদিক এম. রওশন আলম এর নজরে আসলে বিষয়টা নিয়ে তিনি বিভিন্ন মহলে মানবিক সাহায্যের আবেদন জানালে নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাদপুর উপজেলার একজন সত্যিকারের মানবিক গুণসম্পন্ন সৎ, নিষ্ঠা, দায়িত্ববান সাবেক উপজেলা নির্বাহী অফিসার ব্যক্তিগতভাবে সাহায্য করতে আগ্রহী হন শুধু তাই নয় তিনি বর্তমানে কর্মরত শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান কে বিষয়টি দেখবাল করার জন্য অনুরোধ জানান । তারই প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনো ) মোঃ কামরুজ্জামান এর শরণাপন্ন হলে তৎক্ষণাৎ তিনি শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার কে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার সাহায্য পেতে নির্দেশনা দেন । এমন মানবিক পদক্ষেপের জন্য শাহজাদপুর উপজেলার সাবেক এবং বর্তমান নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন।