
অটোতে ঝুলিয়ে পুলিশ সদস্যকে মহাসড়কে হেঁচড়ে নিয়ে গেলো অটোচালক
নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কমল চন্দ্র নামে এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এক অটোরিকশা চালক।
বুধবার বিকেলের দিকে শ্রীপুর উপজেলার জৈনা এলাকা থেকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত অটোরিকশায় হেঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর রিকশাসহ আটক করা হয়েছে চালক জনিকে।
আটক অটো চালক জনি আহমেদ (৪০) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকেই শ্রীপুরের জৈনা এলাকায় টহলে ছিল মাওনা হাইওয়ে পুলিশের একটি দল। এসময় ওই অংশে অটোরিকশা যাচ্ছে দেখে চালককে থামার সিগন্যাল দেয় মাওনা হাইওয়ে পুলিশের কনস্টেবল শ্রী কমল চন্দ্র। পরে হালকা গতি কমিয়ে আসলে অটোরিকশার হাতলে ধরে মহাসড়কে উঠার কারণ জানতে চান ওই কনস্টেবল । এতে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ অটো চালক জনি অটোরিকশার গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটতে শুরু করেন। এসময় অটোর এঙ্গেলে ধরে ঝুলে থাকা পুলিশ সদস্যকে কয়েক কিলোমিটার টেনে হেঁচড়ে নিয়ে যায়।
ভিডিওতে আরও দেখা যায়, অটোরিকশায় থাকা যাত্রী চালককে থামানোর অনুরোধ করলেও তিনি কোনো কথা না শুনে অটোর গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে মহাসড়কে ছুটে যাচ্ছেন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের অভিযানিক টিমের কয়েকজন সদস্য আরেকটি গাড়ি নিয়ে ওই অটো চালককের গতি রোধ করে তাঁকে ধরেন এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।
রুহুল আমিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,’অটোরিকশায় ঝুলিয়ে মহাসড়কে একজন পুলিশকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেলো এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাত্রীরা বার বার বললেও গাড়ি থামায়নি ওই চালক জনি।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধাকে বলেন,’ নিয়মিত অভিযান চলাকালে সিগনাল না মেনে ওই অটো চালক আইন পরিপন্থী কাজ করেছে। পুলিশ সদস্যকে অটোরিকশায় টেনে নিয়ে যায়। আমরা তাঁকে আটক করেছি। অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’