10:46 pm, Sunday, 20 April 2025

কক্সবাজার-সোনাদিয়া-মহেশখালী দ্বীপে চলাচল করবে

কক্সবাজার-সোনাদিয়া-মহেশখালী দ্বীপে চলাচল করবে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এণ্ড ডাইন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

কক্সবাজার-মহেশখালী-সোনাদিয়া দ্বীপ নৌ-রুটে সমুদ্র বিহার-এ যুক্ত হতে যাচ্ছে বিলাস বহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন।

(বুধবার)১৯ফেব্রুয়ারী ২৫ খ্রিঃ উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।
কক্সবাজার এর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার শেষে দুপুর ২ টায় ফিরে আসবে।
সারাদিন এর জন্য এই ক্রুজ সার্ভিস এ থাকছে কক্সবাজার এর বিভিন্ন দর্শনীয় স্থান অবলোকন :
বাঁকখালি নদী ভ্রমন, সুন্দরবন এর আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ বন অবলোকন, বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এর মোহনা পরিদর্শন, বাংলাদেশ এর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমন, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দিরসহ ম্যানগ্রোভ বন পরিদর্শন, বাংলাদেশ এর অন্যতম সুন্দর দ্বীপ, সোনাদিয়া এর উপকূল এ ভ্রমন, সমুদ্র ভ্রমনে জাহাজ থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি।
দেশের বৃহৎ শুটকি মহল নাজিরাটেক দর্শন ও কক্সবাজার বিমান বন্দর এর বর্ধিত রানওয়ে (সমুদ্রের মধ্যে নির্মিত হচ্ছে) অবলোকন, জাহাজ হতে কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ অবলোকন, সমুদ্র ভ্রমন।
জাহাজে থাকবে-বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমন ও আলোচনা সভা।
জাহাজ এ থাকছে দুপুরে সু-স্বাদু আইটেম এর খাবার।
খাবার মেন্যু :
ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, মিক্সড সবজি, ডাল, পানি। এছাড়া স্পেশাল অর্ডারে বিভিন্ন মাছের ফ্রাই পাওয়া যাবে। জাহাজে থাকবে জুস বার।
সারাদিন পুরো আয়োজনের পর এই প্যাকেজটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে জনপ্রতি পার্লাউঞ্জে ১৬০০ ও কোরাল এক্সক্লুসিভে ১৩০০ টাকা করে সমুদ্র
ভ্রমণ করতে পারবে। উক্ত টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাওয়া-দাওয়া
থাকবে।
ট্যুরিজম সেক্টরে দিগন্ত সৃষ্টিকারী “কেয়ারী ক্রুজ এন্ড ডাইন “এর এই উদ্যোগ পূর্বের ন্যায় কক্সবাজার এর পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জবিতে প্রশাসনিক ভবনে দুইতলা উঠতে ৪০ লক্ষ টাকার লিফট

কক্সবাজার-সোনাদিয়া-মহেশখালী দ্বীপে চলাচল করবে

Update Time : 03:08:39 pm, Wednesday, 19 February 2025

কক্সবাজার-সোনাদিয়া-মহেশখালী দ্বীপে চলাচল করবে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এণ্ড ডাইন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

কক্সবাজার-মহেশখালী-সোনাদিয়া দ্বীপ নৌ-রুটে সমুদ্র বিহার-এ যুক্ত হতে যাচ্ছে বিলাস বহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন।

(বুধবার)১৯ফেব্রুয়ারী ২৫ খ্রিঃ উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।
কক্সবাজার এর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার শেষে দুপুর ২ টায় ফিরে আসবে।
সারাদিন এর জন্য এই ক্রুজ সার্ভিস এ থাকছে কক্সবাজার এর বিভিন্ন দর্শনীয় স্থান অবলোকন :
বাঁকখালি নদী ভ্রমন, সুন্দরবন এর আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ বন অবলোকন, বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এর মোহনা পরিদর্শন, বাংলাদেশ এর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমন, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দিরসহ ম্যানগ্রোভ বন পরিদর্শন, বাংলাদেশ এর অন্যতম সুন্দর দ্বীপ, সোনাদিয়া এর উপকূল এ ভ্রমন, সমুদ্র ভ্রমনে জাহাজ থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি।
দেশের বৃহৎ শুটকি মহল নাজিরাটেক দর্শন ও কক্সবাজার বিমান বন্দর এর বর্ধিত রানওয়ে (সমুদ্রের মধ্যে নির্মিত হচ্ছে) অবলোকন, জাহাজ হতে কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ অবলোকন, সমুদ্র ভ্রমন।
জাহাজে থাকবে-বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমন ও আলোচনা সভা।
জাহাজ এ থাকছে দুপুরে সু-স্বাদু আইটেম এর খাবার।
খাবার মেন্যু :
ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, মিক্সড সবজি, ডাল, পানি। এছাড়া স্পেশাল অর্ডারে বিভিন্ন মাছের ফ্রাই পাওয়া যাবে। জাহাজে থাকবে জুস বার।
সারাদিন পুরো আয়োজনের পর এই প্যাকেজটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে জনপ্রতি পার্লাউঞ্জে ১৬০০ ও কোরাল এক্সক্লুসিভে ১৩০০ টাকা করে সমুদ্র
ভ্রমণ করতে পারবে। উক্ত টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাওয়া-দাওয়া
থাকবে।
ট্যুরিজম সেক্টরে দিগন্ত সৃষ্টিকারী “কেয়ারী ক্রুজ এন্ড ডাইন “এর এই উদ্যোগ পূর্বের ন্যায় কক্সবাজার এর পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।