
ছাত্র লীগের নেতা-কর্মীরাই হলেন ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক
সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি
নাটোর জেলা লালপুরে ছাত্র লীগের নেতা-কর্মীরাই হলেন ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক!
সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়!
নাটোরের লালপুরে তিনটি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মীকে পদায়নের অভিযোগ উঠেছে।
আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া ওই ছাত্রলীগ কর্মী হলেন- শাকিল হোসেন। তিনি ছাত্রদলের ওই নতুন কমিটিতে সভাপতির পদ পেয়েছেন।
এবিষয়ে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান বলেন, শাকিল আব্দুলপুর কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগ লীগের সকল কর্মসূচিতে সামনের সাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সক্রিয় ছিল। অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি করি। নতুন কমিটি হলে এমন অভিযোগ উঠতেই পারে। আমি বিগত সময়ে ছাত্রলীগের কোন পদেও ছিলাম না, কর্মসূচিতে ছিলাম না। এমনিতেই কলেজের বিভিন্ন প্রোগ্রাম সাধারণ ছাত্র হিসেবে বক্তব্য রেখেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফ ইসলাম সৃজন বলেন, কারো বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।