
মিঠাপুকুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংখ্যালঘু পরিবার। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংখ্যালঘু তিনটি পরিবারের ভুক্তভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রফুল্ল সাহা বলেন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সোহাগ আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে রেখেছে। জুলুম পীড়ন নির্যাতন চালিয়েছেন। আমার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ বসতভিটা জোর পূর্বক দখল করে প্রাচীর নির্মাণ করে এবং আমাদের তিনটি পরিবারকে উচ্ছেদ করেন। আইনকানুনের তোয়াক্কা এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার গুন্ডা বাহিনি দিয়ে বেশকিছুদিন থেকে আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন বারবার গিয়ে তাকে সতর্ক করলেও সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগনা আক্তারুজ্জামান সোহাগ, আমাদের ভয়ভীতি দেখিয়ে তার কাজ চলমান রেখেছেন।
প্রফুল্ল সাহার পরিবার সংবাদ সম্মেলনে কাঁন্নায় ভেঙে পড়ে বলেন, আমাদের দয়া করে একটু মানবিকতা দেখান। যারা সংখ্যালঘু ভেবে আমাদের উপর নির্যাতন চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোর্ট আমাকে কোনো নির্দেশনা দেয়নি। বিষয়টি সত্য নয়। আমার কাছে সমস্ত কাগজ আছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিকতার সহিত কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।