
সহিংসতার অভিযোগে ছাত্রলীগের সন্ত্রাসী তোহিদুল ইসলাম গ্রফতার
জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানা থেকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও সহিংসতার সাথে জড়িত অভিযোগে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানার আসামী মোঃ তোহিদুল ইসলাম (৩০) অন্যতম। জানা যায়, তোহিদুল ইসলাম চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকার আব্দুল রহিমের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে তোহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে জানা যায়, তোহিদুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যেকোনো ধরনের অপরাধীকে কঠোর হস্তে দমন করা হবে। গ্রেফতারকৃত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।