
কটিয়াদীতে সড়কে ঝরলো একই পরিবারের দুই স্কুল ছাত্রের প্রাণ
রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য শিক্ষার্থীদের মতো আলী আকবর (১৩) ও তার চাচাতো ভাই জুনায়েদ (১২) মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য সহপাঠীদের সাথে আনন্দঘন দিনটি কাটানোর জন্য পরিপাটি হয়ে সকাল বেলা বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুলে পৌঁছার আগেই বাস চাপায় ঝরে যায় দুই ছাত্রের প্রাণ।
সংবাদটি স্কুলে পৌঁছানোর পর আনন্দের অনুষ্ঠানে মুহুর্তেই নেমে আসে বিষাদের ছায়া। পরক্ষনই বিক্ষুব্ধ হয়ে উঠে স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মাঠ ছেড়ে নেমে আসে রাস্তায়। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর, বিক্ষোভ প্রদর্শন করে এবং ঘাতক বাস ও চালকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকা স্কুলের সন্নিকটে ঘটনাটি ঘটে।
নিহত আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জুনায়েদ (১২) ষষ্ঠ শ্রেণির ছাত্র। আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়ে ফেরদৌস এর ছেলে। নিহত দুজন চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, আলী আকবর মোটরসাইকেল চালিয়ে গ্রামীন সড়ক থেকে মহা সড়কে ওঠার পর কিশোরগঞ্জগামী উজানভাটি নামক যাত্রীবাহি একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আলী আকবর নিহত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী জুনায়েদ গুরুতর আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল আয়োজন সম্পন্ন করে অতিথিদের অপেক্ষায় ছিলাম। এমন সময় দুর্ঘটনার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের শোকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।