
জায়গীর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
জায়গীর উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সংবর্ধনা ২০ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নব এডহক কমিটির সভাপতি ও সাবেক মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্মআহবায়ক শামীমুল হক শামীম বলেন, জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
শামীম এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন, সহ প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, অভিভাবক সদস্য মোঃ লাইবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোসলেম উদ্দীন, সহকারী শিক্ষক মিলনচন্দ্র পাল,কাফ্রিখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকিউল হক ও ময়েনপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
নবগঠিত বিদ্যালয় সভাপতি ও মিঠাপুকুর উপজেলা পরিষদ প্রথম চেয়ারম্যান এমদাদুল হক এমদা মিয়ার সুযোগ্য পুত্র শামীমুল হক শামীম তাঁর বক্তব্যে বলেন, এ বিদ্যালয়টি মিঠাপুকুর উপজেলার মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এ বিষয়ে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি সততা ও নিষ্টারসাথে কাজ করার আহবান জানান।