12:55 am, Saturday, 19 April 2025

ভুয়া ডিবি পুলিশসহ প্রতারক প্রেমিক যুগল গ্রেফতার

ভুয়া ডিবি পুলিশসহ প্রতারক প্রেমিক যুগল গ্রেফতার

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নন্দিপুর মহাববত গ্রামের আমজাদ হোসেনের ছেলে রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদরের সুরবলতর গ্রামের মৃত সাফি উদ্দিনের মেয়ে সুমি (২৬) প্রতারক প্রেমিক যুগলসহ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

এসময় ০১টি ওয়্যালেস সেট জব্দ করা হয়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায় যে, গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা মহাবালা এলাকায় বেড়াতে যান বগুড়া সদরের রাজাপুর কুটুরবাড়ী গ্রামের আমিনুল ইসলাম ও তার প্রেমিকা বগুড়া শহরের সুমি আক্তার। পরবর্তীতে সুমি আক্তার তার পূর্ব পরিচিত মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিনকে কৌশলে মোবাইল ফোনে সেখানে ডেকে নেয়। এরপর রবিউল ইসলাম ঘটনা স্থলে তার পকেট থেকে ০১টি ওয়্যারলেস সেট বের করে নিজেকে ডিবি পুলিশ হিসাবে পরিচয় দেয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে প্রেমিক আমিনুলের কাছ থেকে। এতে উক্ত আমিনুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন সেখানে ছুটে আসে। এরপর স্থানীয় লোকজন রবিউল ইসলাম ও সুমি আক্তারকে আটক করে। পরে থানা পুলিশ এসে ভুয়া ডিবি পুলিশ রবিউল ইসলাম ডপিন ও প্রতারক প্রেমিকা সুমি আক্তারকে গ্রেফতার করে থানায় নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতকে দ্রুত সময়ের মধ্যে পাকা বোরো ধান কেটে ঘরে তুলার নির্দেশনা

ভুয়া ডিবি পুলিশসহ প্রতারক প্রেমিক যুগল গ্রেফতার

Update Time : 05:28:30 pm, Thursday, 20 February 2025

ভুয়া ডিবি পুলিশসহ প্রতারক প্রেমিক যুগল গ্রেফতার

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নন্দিপুর মহাববত গ্রামের আমজাদ হোসেনের ছেলে রবিউল ইসলাম ডপিন (৩০) এবং দিনাজপুর সদরের সুরবলতর গ্রামের মৃত সাফি উদ্দিনের মেয়ে সুমি (২৬) প্রতারক প্রেমিক যুগলসহ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

এসময় ০১টি ওয়্যালেস সেট জব্দ করা হয়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায় যে, গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা মহাবালা এলাকায় বেড়াতে যান বগুড়া সদরের রাজাপুর কুটুরবাড়ী গ্রামের আমিনুল ইসলাম ও তার প্রেমিকা বগুড়া শহরের সুমি আক্তার। পরবর্তীতে সুমি আক্তার তার পূর্ব পরিচিত মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিনকে কৌশলে মোবাইল ফোনে সেখানে ডেকে নেয়। এরপর রবিউল ইসলাম ঘটনা স্থলে তার পকেট থেকে ০১টি ওয়্যারলেস সেট বের করে নিজেকে ডিবি পুলিশ হিসাবে পরিচয় দেয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে প্রেমিক আমিনুলের কাছ থেকে। এতে উক্ত আমিনুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন সেখানে ছুটে আসে। এরপর স্থানীয় লোকজন রবিউল ইসলাম ও সুমি আক্তারকে আটক করে। পরে থানা পুলিশ এসে ভুয়া ডিবি পুলিশ রবিউল ইসলাম ডপিন ও প্রতারক প্রেমিকা সুমি আক্তারকে গ্রেফতার করে থানায় নেয়।