
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে রংপুর জেলা পুশিলের এর শ্রদ্ধাঞ্জলি
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
২১ ফেব্রুয়ারী ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পুলিশ, রংপুরের পক্ষে রংপুর পুলিশ সুপার,
মোঃ আবু সাইম এঁর নেতৃত্বে পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুরের টাউন হল প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন , মোঃ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান(এ-সার্কেল), আসিফা আফরোজ আদরী (সি-সার্কেল), সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এ ছাড়াও রংপুর ডিআজি রেন্জ সহ ৮ জেলা ৫৮ উপজেলা পুলিশ মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান।
১৯৫২ সালের এই দিনে বাঙালির মায়ের ভাষা বাংলাভাষার জন্য ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো বাংলার বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে আত্মোৎস্বর্গ করেছিলেন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।