
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক শহীদ মাতৃভাষা দিবস উদযাপন
মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার
গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে ২১ ফেব্রুয়ারি ঠিক ১২-১ মিনিটের সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি । রাজৈর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয় রাজৈর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজৈর থানার অফিসার ইনচার্জ সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ ,সাংবাদিক ও সুধী সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরে উপস্থিত হয়।
১৯৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মদাণ কারী সাত জন বীর শ্রেষ্ঠ দের প্রতি সম্মান জানাতে রাজৈর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রচুর মানুষ সমবেত হতে দেখা যায়। বাংলাদেশ সময় ঠিক বারোটা এক মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান এর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ শামীম আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী চন্দ্রা দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা
অফিসার গুলশান আরা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, এরপরে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে , রাজৈর থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন ও থানার এসআই ,এএসআই বৃন্দ, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এরপর উপজেলা প্রশাসন, পৌরসভা উপজেলা বিএনপি সভাপতি ওহাব আলি মিয়া , সাধারণ সম্পাদক কাজী জাহিদুল ইসলাম লেবু সহ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে বিভিন্ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের শ্রদ্ধা নিবেদন করে।
পৌরসভা, হাসপাতাল, স্কুল,কলেজ ,সাংবাদিক ,স্কউট,গার্ল গার্লস, সবাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। ২১ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ১০ ঘটি কার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রইচ আল রেজুয়ান এর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার মোঃ বাদশা ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । উপরোক্ত লিখিত ব্যাক্তি বর্গ আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। উক্ত সভায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের উপর আলোচনা করা হয়। চিত্রাংকন ,রচনা, কবিতা, আবৃতি ,প্রতিযোগিতার শিশু কিশোর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।