
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর কেন্দ্র শহীদ মিনারে কক্সবাজার ডিসি’র শ্রদ্ধাঞ্জলি
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয় কেন্দ্রীয় শহিদ মিনারে। দিবসের প্রথম প্রহরে কক্সবাজার ডিসি’র শ্রদ্ধাঞ্জলি। বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার ৪ বীর শহিদের পরিবারসহ, সর্বস্তরের নাগরিক ও সরকারি দপ্তরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন,
১৯৫২ সালের এই দিনে বাঙালির মায়ের ভাষা বাংলাভাষার জন্য ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো বাংলার বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে আত্মোৎস্বর্গ করেছিলেন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।