
সিংড়ার বিয়াশ ক্যাডেট মাদ্রাসার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উপজেলার বিয়াশ দারুস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজন করেছে মহান ভাষা শহীদের স্মরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়,মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মোখলেসুর রহমান,আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ও উপদেশমূলক আলোচনা করেন মাওলানা সোহেল রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শাহাদাৎ হোসাইন।
আরও উপস্থিত ছিলেন মাওঃ মোখলেছুর রহমান, মাওঃ সোহেল রানা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।