2:20 am, Monday, 28 April 2025

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : 11:38:55 pm, Saturday, 22 February 2025
  • 12 Time View

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধি:

বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর থেকে বেড় করে বাসর ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন সকালে তার ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়েকে বিয়ে দেওয়া হয়। মারপিটের ঘটনায় বরের মা ও নানিসহ ৪জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষে গত দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারো গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারপিট করে বরকে বাসর ঘর থেকে বেড় করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।

বরের বাবা মিন্টু আলী শাহ্ জানান, ‘হটাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারপিট করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে তোরা এখন গান বাজা আমরা বাসর করবো। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙ্গে ফেললেন চেয়ারম্যান

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

Update Time : 11:38:55 pm, Saturday, 22 February 2025

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধি:

বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর থেকে বেড় করে বাসর ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন সকালে তার ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়েকে বিয়ে দেওয়া হয়। মারপিটের ঘটনায় বরের মা ও নানিসহ ৪জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষে গত দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারো গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারপিট করে বরকে বাসর ঘর থেকে বেড় করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।

বরের বাবা মিন্টু আলী শাহ্ জানান, ‘হটাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারপিট করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে তোরা এখন গান বাজা আমরা বাসর করবো। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হবে।