
ছাতকের আলোচিত চোরাচালান মামলার
আসামি সিলেটে গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতক
ছাতকে চোরাচালান মামলার আসামী আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আলী হোসেন দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের রশিদ উল্লার পুত্র। বুধবার মধ্যরাতে সিলেট কতোয়ালী মডেল থানা এলাকার দরগা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার দুপুরে পুলিশ জানিয়েছে তাকে চোরাচালান মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর পৌরসভার শ্যামপাড়া ( আকিজ কোম্পানী) সংলগ্ন সুরমা নদীর ঘাটে একটি ষ্টীলবডি নৌকায় কার্টুন ভর্তি ভারতীয় ঔষধ ও বিস্কুট জব্দ করে যৌথবাহিনী। ওই সময়ে জব্দকৃত নৌকা থেকে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকা মুল্যের ভারতীয় ঔষধ, বিস্কুট, মোবাইলসহ চোরাই পন্য উদ্ধার করে ১টি ষ্টীল বডি নৌকা, একটি কভার্ডভ্যান, একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম বাদি হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতায় আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আখতার উজ জামান জানান, ওই মামলার তদন্তে আসামী আলী হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সহকারি পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় চোরাচালান চক্রে সম্পৃক্ত থাকার অভিযোগে ও চোরাচালান চক্রের মূলহোতা আসামী আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আখতার উজ জামান, আরো জানান, চোরাচালানের সাথে একটি চক্র জড়িত। এ মামলাটির তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোরাচালান চক্রের অন্যান্য সদস্যেদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।##