
কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরায় অবস্থিত প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ফেব্রুয়ারি’২৫ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর সৈয়দ কোহিনুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং নাগরপুর উপজেলা শাখার সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম, গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বেঞ্চ সহকারি মো: রবিউল ইসলাম এবং মদিনা ব্রিকস কালামপুরের ম্যানেজার মো: শাহিনুর ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাথুরা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সহ-সভাপতি খন্দকার আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূর মোহাম্মদ পলাশ সহ বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রী আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পরবর্তী পর্বে ছিল বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্বে মেধাবী শিক্ষার্থী সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য, যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতে পারেনি সেসকল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের পক্ষ হতে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।