1:16 am, Monday, 28 April 2025

বৈদ্যুতিক শট খেয়ে তিনজন শ্রমিক আহত

  • Reporter Name
  • Update Time : 09:12:19 pm, Saturday, 22 February 2025
  • 11 Time View

বৈদ্যুতিক শট খেয়ে তিনজন শ্রমিক আহত

মোস্তফা আল মাসুদ, বগুড়া:

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।

স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী মোয়াজ্জেম নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নির্মানাধীন বিল্ডিং বাড়ি ৩৩ কেভি তারের সঙ্গেই লাগানো। মিস্ত্রিরা কাজ না করার জন্য জানালে ওই ৩৩ কেভি তার পাইপ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। এই বৈদ্যুতিক তার নির্মানাধীন বিল্ডিং বাড়িতে কাজ করা বাঁশের চরাটের (আঞ্চলিক ভাষা) উপর দিয়ে গিয়েছে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহত সোহানের ভাই ফেরদৌস জানান, সোহানের শরীরের প্রায় ৭০ শতাংশ পুরে যাওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙ্গে ফেললেন চেয়ারম্যান

বৈদ্যুতিক শট খেয়ে তিনজন শ্রমিক আহত

Update Time : 09:12:19 pm, Saturday, 22 February 2025

বৈদ্যুতিক শট খেয়ে তিনজন শ্রমিক আহত

মোস্তফা আল মাসুদ, বগুড়া:

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।

স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী মোয়াজ্জেম নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নির্মানাধীন বিল্ডিং বাড়ি ৩৩ কেভি তারের সঙ্গেই লাগানো। মিস্ত্রিরা কাজ না করার জন্য জানালে ওই ৩৩ কেভি তার পাইপ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। এই বৈদ্যুতিক তার নির্মানাধীন বিল্ডিং বাড়িতে কাজ করা বাঁশের চরাটের (আঞ্চলিক ভাষা) উপর দিয়ে গিয়েছে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহত সোহানের ভাই ফেরদৌস জানান, সোহানের শরীরের প্রায় ৭০ শতাংশ পুরে যাওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।