
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে টাঙ্গাইলের শান্তিকুঞ্জ মোড় হতে ঐতিহাসিক এক বিশাল র্যালী নিয়ে আজ ২৩ ফেব্রুয়ারি’২৫ রবিবার দুপুর ২:০০ ঘটিকার সময় শহীদ স্মৃতি পৌরউদ্যানে টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক সদ্য কারামুক্ত সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু এর ঐতিহাসিক গণসংবর্ধনায় নাগরপুর উপজেলা বিএনপি যোগদান করে।র্যালী শুরুর পূর্বেই নাগরপুর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শান্তিকুঞ্জ মোড়ে এসে অবস্থান করেন। নাগরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে উক্ত ঐতিহাসিক বর্ণাঢ্য র্যালিতে নাগরপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, জাসাস সহ সকল নাগরপুর উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।
বিশেষভাবে উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকার মুক্ত বাংলাদেশের আলোকিত পরিবেশে বসন্তের মিষ্টি আবহাওয়ায় উক্ত ঐতিহাসিক গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট আহমেদ আজম খান এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।