
পরিত্যাক্ত মাঠে থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
মোঃ লিখন গাংনী উপজেলা প্রতিনিধি
গাংনীতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক ভ্যান চালকের মৃত দেহ।মৃত ব্যাক্তির নাম আতিয়ার,
পিতা মোঃ রহিদুল ইসলাম গ্রাম করমদি মাঠপাড়া,তেতুলবাড়িয়া ইউনিয়ন,গাংনী,মেহেরপুর।
মৃত আতিয়ারের পরিবারের সাথে কথা বলে জানা গেছে গতকাল শনিবার দুপুরে প্রতিদিনের মত ভ্যান নিয়ে বের হয় ভাড়া মারার জন্য।
প্রতিদিন সে ভাড়া মেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে, কিন্তু গতকাল তার বাড়ি ফিরতে দেরি হওয়ায়, তার পরিবারের মানুষ আতিয়ারের নাম্বারে কল দেয়।
কিন্তু কল যায় না,যতবার তার নাম্বারে কল দেয় ততবারই বন্ধ বলে।
তখন তার নিকটবর্তী আত্মীয়-স্বজনদেরকে কল দেয় আর আতিয়ার কারো বাসায় গেছে কিনা খোঁজ করে,
কোন আত্মীয়-স্বজনের কাছেও তার কোন খোঁজ মিলেনি।
এরপর তার প্রতিবেশী বা বন্ধুরা ফেসবুকে পোস্ট করে যে আতিয়ার হারিয়ে গেছে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না, যদি কেও দেখে থাকেন বা খোঁজ করে পাওয়া যায় তাহলে তাদের নাম্বারে যেন কল করে জানানো হয়।
ভাগ্যের কি নির্মম ইতিহাস হয়ে গেলো সকালেই মিললো তার মৃত দেহ।
মাঠের মধ্যে কলা বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আতিয়ারের দেহ।
আতিয়ারের দেখতে হাজারো মানুষের ভিড়, দেহ পড়ে আছে জায়গাটির নাম হলো বামন্দী ইউনিয়নের ছাতিয়ান ও বাদিয়াপাড়া নামক মাঠের মাঝামাঝি।
ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।
বানী ইসরাইল বলেন আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি অলরেডি আমাদের টিম গোপন তথ্য চালানো শুরু করেছে।
এবং
আতিয়ারের পরিবারের মানুষ এখনো কোন অভিযোগ দায়ের করেনি।