
২৫ শে ফেব্রুয়ারীকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি
কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
“লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদের নতুন দিক জাগপা ছাত্রলীগ এ মানববন্ধন করে।পঞ্চগড় জেলার জাগপা ছাত্রলীগ এর আয়োজনে (২৩শে ফেব্রুয়ারী) কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব পাশ্বের রাস্তায় ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজিব ।
আরো বক্তব্য রাখেন – জাগপা ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি, শাহদত হোসেন সেলিম , জাগপা ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজার রহমান আনিস , জাগপা ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি শামশুজজামান নযন , যুব জাগপার পঞ্চগড় জেলা শাখার সভাপতি , কামরুল ইসলাম কুয়েত , যুব জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক, মোখছেদ ইসলামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালে একই সাথে ৫৭ জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল । যার প্রতিবাদে তৎকালীন সময়ে প্রয়াত নেতা জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান উক্ত দিনকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় মানববন্ধন থেকে ২৫ শে ফেব্রুয়ারীকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান বর্তমান সরকারের কাছে পঞ্চগড় জেলা শাখার জাগপা ছাত্রলীগ ।